রহমত নিউজ 08 September, 2023 04:01 PM
সাবেক নির্বাচন কমিশন বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ বলেছেন, শিক্ষাব্যবস্থার সকল স্তরে ধর্মীয় শিক্ষা গ্রহণের সুযোগ থাকতে হবে। বিশেষত মাধ্যমিক স্তরে ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আজ ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে তরুণরা ক্যাম্পাসে হল দখল, ইভটিজিং, ধর্ষণের মতো মারত্মক অপরাধে জড়িয়ে পড়েছে। এ থেকে উত্তরণের একমাত্র পথ নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা।
আজ (৮ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ৯টায় ঢাকার পল্টনস্থ ইআরএফ হলে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের নিয়ে কৃতি সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি নূর মোহাম্মদর সভাপতিত্বে কৃতি সংবর্ধনায় প্রধান আলোচক ছিলেন ছাত্র মজলিসের সভাপতি বিলাল আহমদ চৌধুরী।
বিচারপতি আব্দুর রউফ বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদের নিজ নিজ ধর্মীয় অনুশাসন স্বাধীনভাবে পালন করতে পারছে না। পুরুষ শিক্ষার্থীরা দাড়ি-টুপি-পাঞ্জাবী গায়ে দিলেই তাকে জঙ্গি অথবা উগ্রবাদী দলের সদস্য বলে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। তেমনিভাবে নারী শিক্ষার্থীরাও ধর্মীয় অনুশাসন মেনে ক্যাম্পাসে গেলে তাদেরকে উগ্রবাদী আখ্যা দেওয়া হচ্ছে। এমনকি এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়েও নারী শিক্ষার্থীরা কিছুসংখ্যক উশৃঙ্খল শিক্ষকদের জন্য স্বাধীনভাবে ধর্মীয় বিধান পালন করতে পারছে না। এহেন পরিস্থিতিতে দেশের সকল ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীরা শঙ্কিত। কাজেই দ্রুততম সময়ের মধ্যে দেশের সকল ক্যাম্পাসে স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় বিধান পালনের সুযোগ দিতে হবে।
শাখা সেক্রেটারি তৌফিক বিন হারিছের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট এ কে এম বদরুদ্দোজা, ইসলামী যুব মজলিসের আহবায়ক ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, লেখক ও গবেষক শায়খ মুসা আল হাফিজ, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, সংগঠনের সাবেক সেক্রেটারি জেনারেল তোফায়েল আহমদ, নজরুল ইসলাম ভূইয়া, খেলাফত মজলিসের সহ সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, বাগেরহাট জেলা সভাপতি মাওলানা আমীরুল ইসলাম সিদ্দিকী, বিশিষ্ট কলামিস্ট মাওলানা শায়খ উসমান গণী, মুফতী সাদ নূর, শ্রমিক মজলিসের সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, আমির আলী হাওলাদার, খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগরী সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা সহ সভাপতি অধ্যাপক সাইদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক কে এম ইমরান হোসাইন, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসাইন, চাদপুর জেলা সভাপতি সাইফুদ্দীন আহমদ, ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি মাহমুদুল হাসান ত্বহা, ঢাকা মহানগরী দক্ষিণের বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আব্দুল মতিন, অফিস ও স্কুল কার্যক্রম সম্পাদক আম্মার আল ফারাহ, মোবাশ্বির হোসেন মিয়াজী, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।